ফেসবুক ছাড়া এখন আট থেকে আশি কারোর চলে না। কিন্তু, জানেন কি ? ফেসবুক করার কি মূল্য আপনাকে দিতে হতে পারে? আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গায়েব হতে পারে সব টাকা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এরকমই একটি মেসেজ।
ওই মেসেজে দাবি করা হয়েছে, ফেসবুকে শেয়ার করা ব্যক্তিগত তথ্য থেকেই হ্যাকাররা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক করতে পারে। তারপর সেখান থেকে তুলে নিতে পারে সব টাকা। কীভাবে? প্রথমে হ্যাকাররা ফেসবুক প্রোফাইলে ঢুকে ব্যক্তির নাম ও জন্মতারিখ সংগ্রহ করবে। তারপর আয়কর দফতরের ওয়েবসাইটে তা আপডেট করে দিয়ে সেখান থেকে আপনার প্যান নাম্বার ও মোবাইল নাম্বার জেনে নেবে হ্যাকাররা। এরপর ডুপ্লিকেট প্যান কার্ড তৈরি করে মোবাইল চুরির নাটক। তারপর ওই প্যান কার্ড দিয়ে ডুপ্লিকেট সিম তোলে হ্যাকাররা। এরপরই শুরু হয় ইন্টারনেট ব্যাঙ্কিং-এর মাধ্যমে অ্যাকাউন্ট হ্যাকিং।
তবে এরকমভাবে অ্যাকাউন্ট হ্যাক সত্যিই সম্ভব কিনা, সে বিষয়ে এখনও সত্যি-মিথ্যা জানা যায়নি।

Dollar to
Taka Converter
Social Plugin