Ticker

6/recent/ticker-posts

সকালে যে ছিল রাজা ফকির সন্ধ্যা বেলা মইন পাগলা

এই লোকটির নাম মঈন।  ৭০ দশকে খুলার বিশিষ্ট্য শিল্পপতি হিসেবে খ্যাতি লাভ করেন।


 তিনি অনরগল ইংরেজিতে কথা বলতে পারেন। বাংলা ভাষা বোঝেন কিন্তু উর্দু ভাষায় কথা বলেন।পাকিস্তান আমলে তিনি বরযাত্রী নিয়ে বিয়ে করতে গেছেন বিমানে। আল্লাহর কি নিলা খেলা মঈন আজ নিঃস্ব। পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। দু'দিনের দুনিয়ায় টাকার গরম আর অহংকার দেখিয়ে কোন লাভ নেই। যে কোন মহুর্তে আমরাও মঈন পাগলার মত রাস্তা রাস্তা ঘুরতে পারি।

Reactions