Ticker

6/recent/ticker-posts

আপনার হারিয়ে যাওয়া ফাইল খুব সহজেই ফিরিয়ে আনুন

বিছমিল্লাহির রাহমানির রাহীম

 আছছালামুআলাইকুম । 

আপনারা সবাই কেমন আছেন।আজ আমি আপনাদের কাছে ছোট্ট একটি সফটওয়্যার উপহার দিব। এইটির মাধ্যমে আপনারা আপনাদের ডিলেট হওয়া ফাইলগুলি খুব সহজেই ফিরিয়ে আনতে পারবেন। আমরা প্রায়ই কারণে-অকারণে, বুঝে-না বুঝে আমাদের প্রয়োজনীয় ফাইল ডিলিট করে থাকতে পারি, কিন্তু পরে যখন বুঝতে পারি যে, ফাইলটা অনেক দরকারি ছিল, তখন আর সেই ফাইলটা ফেরত পাওয়ার কোন পথ থাকেনা। এসব কারণেই প্রধানত আমরা ফাইল রিকভারী সফট গুলো ব্যবহার করতে পারি। সাধারণত ফাইল রিকভারী সফটওয়্যার দিয়ে অনেক আগের ডিলিট হওয়া ফাইলগুলোও ফেরত পাওয়া সম্ভব। তবে সাধারনত যে স্থান থেকে ফাইল ডিলিট করা হয়েছে, সেই স্থানে যদি পরবর্তীতে অন্য কোন ফাইল write করা হয়ে যায়, তাহলে সাধারণত সেসব ফাইল ফেরত পাওয়া সম্ভব হয় না। তাই সাধারণত কোন ফাইল ডিলিট করার পর যদি মনে হয় যে ফাইলটা দরকারি ছিল এবং ফেরত নিয়ে আসা দরকার, তাহলে ঐ স্থানে কোন প্রকার changes অর্থাৎ নতুন কোন ফাইল কাট, কপি, পেস্ট ইত্যাদি না করাই ভাল।আবার এসব সফটওয়্যার দিয়ে আপনার ফাইলগুলো এমনভাবে ডিলিট করা সম্ভব যে পরবর্তীতে আর কেউ কখনো সেই ফাইল পুনরুদ্ধার করতে পারবে না। আসুন আমরা ফাইল রিকভারী সফটওয়্যার Recuva দিয়ে কিভাবে কাজ করতে হয় তা দেখে নিই, প্রথমেই এখান থেকে নামিয়ে নিতে হবে ।এবার এটি ইন্শটল করুন । অন্যান্য সফ্টওয়ারের মতই এটি ইন্শটল হবে [...] 

Reactions