Ticker

6/recent/ticker-posts

আপনার NID দিয়ে অন্য কেউ সিম রেজিস্ট্রেশন করেছে কিনা তা ভালভাবে যাচাই করুন

আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে যদি অন্য কার সিম রেজিস্ট্রেশন হয়ে থাকে তবে খুবই খারাপ সংবাদ। ওই সিম দিয়ে যদি কোন অপকর্ম করে থাকে তাহলে তার দায় নিতে হবে আপনার।
সুতরাং আপনার NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে সেটা যাচাই করা খুব জরুরী। যদি দেখেন আপনার অজান্তেই চোরের দল অন্য কোন সিম রেজিস্ট্রেশন করেছে তবে সেই নাম্বারগুলো হয় আপনি নিয়ে নিন, না হলে সেই রেজিস্ট্রেশন বাতিল করতে বলুন মোবাইল কোম্পানিগুলোকে।
তাহলে আর দেরি কেন? জামেলা থেকে রেহাই পেতে নিজেই চেক করুন অন্যকে উৎসাহিত করুন বিপদ থেকে মুক্তি পেতে।
তবে এই মূহুর্ত্তে আপনি শুধুমাত্র বাংলালিংক ও রবি-তে যাচাই করতে পারবেন আপনার NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে।
বাংলালিংকঃ *1600*2# প্রেস করুন
রবিঃ *1600*3# প্রেস করুন
গ্রামীনফোন (জিপি), এয়ারটেল, টেলিটক এখনো এই সিস্টেমটি চালু করেনি।
Reactions