Ticker

6/recent/ticker-posts

প্রধানমন্ত্রী ১০ টাকা দরে চাল দিতে কুড়িগ্রাম যাচ্ছেন

ঢাকা : দেশজুড়ে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  সে জন্য আগামীকাল বুধবার কুড়িগ্রামের চিলমারীতে যাচ্ছেন তিনি।  ৫০ লাখ হতদরিদ্র পরিবার এ কর্মসূচির সুবিধা পাবে।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত কুড়িগ্রামের মানুষ।  আগামীকাল সকাল সাড়ে ১০টায় এ কর্মসূচি উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দরিদ্র


মানুষকে ১০ টাকা কেজি দরে চাল খাওয়ানোর অঙ্গীকার পূরণ করতে কুড়িগ্রামের চিলমারী থেকে এর সূচনা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ কর্মসূচির আওতায় দেশের ৫০ লাখ হতদরিদ্র পরিবার ১০ টাকা কেজি দরে প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাবে।  কুড়িগ্রামে কর্মসূচির আওতায় চাল পাবে ১ লাখ ২৫ হাজার ২৭৯টি পরিবার।
প্রধানমন্ত্রীর চিলমারী সফর নিয়ে উৎফুল্ল সাধারণ মানুষ।  প্রধানমন্ত্রীকে কাছে পাওয়ার আনন্দে ভাসছে কুড়িগ্রাম।
এক বছরে প্রধানমন্ত্রীর দ্বিতীয় দফা কুড়িগ্রাম সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন।
কুড়িগ্রাম জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন জানান, এ বছরের সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর এবং আগামী বছরের মার্চ ও এপ্রিল- এ পাঁচ মাস প্রতি পরিবারকে ৩০ কেজি করে প্রতি মাসে ১০ টাকা দরে চাল বিতরণ করতে প্রধানমন্ত্রী কুড়িগ্রাম আসছেন।
৬ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম
Reactions

Post a Comment

0 Comments