মঙ্গলবার নগরীর বাকলিয়া থানার আসাদগঞ্জ শুঁটকিপল্লীতে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রায় দেড় হাজার কেজি শুঁটকি ধ্বংস করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত রহমান বার আউলিয়া ট্রেডার্স, মেসার্স হাশেম সওদাগর, মেসার্স সুনীল কান্তি বড়ুয়া ট্রেডার্সকে ৮০ হাজার টাকা করে ও শাহী ট্রেডার্সকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
“পাশাপাশি বার আউলিয়া ট্রেডার্সের রিপন বড়ুয়া, মেসার্স হাশেম সওদাগরের মো. হারুণ, মেসার্স সুনীল কান্তি বড়ুয়া ট্রেডার্সের সুব্রত বড়ুয়া ও শাহী ট্রেডার্সের হেলাল উদ্দিনকে আট মাস করে জেল দেয়া হয়।”
ম্যাজিস্ট্রেট আরাফাত বলেন, শুঁটকিপল্লীতে অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে শুঁটকি প্রক্রিয়াজাত ও মানবদেহের জন্য ক্ষতিকর কাপড়ের রং মেশানোর অপরাধে জেল-জরিমানা করা হয়।


Dollar to
Taka Converter
0 Comments