Ticker

6/recent/ticker-posts

কারাগারে স্ত্রীকে যা বলেছিলেন মীর কাসেম আলী


মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর সঙ্গে পরিবারের সাক্ষাতের সময় দিয়েছে কারা কর্তৃপক্ষ। শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগারে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

ইতোমধ্যে তার পরিবারকে এ তথ্য জানানো হয়েছে। তার স্ত্রী খন্দকার আয়েশা খাতুন বলেন, কারা কর্তৃপক্ষ বিকেল সাড়ে ৩টায় আমাদের দেখা করতে যেতে বলেছেন। ২০ থেকে ২২ জনের একটি টিম গিয়ে আমরা সাক্ষাৎ করবো।
এর আগে আজ সকাল সাড়ে ৯টার দিকে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দেন মীর কাসেম পত্নী।
স্ট্যাটাসটি বিডি টোয়েটিফোর লাইভ ডটকমের পঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো:
জমায়াতে ইসলামী,ইসলামী ছাত্রশিবির, ছাত্রীসংস্থা ও দল নির্বিশেষে সব ইসলামী আন্দোলনের সংগ্রামীদের প্রতি মীর কাসেম:- “ফাঁসী দেখে ভয় পেওনা। হতাশ হয়োনা। শহীদি রক্তে স্নাত-ভূমি ইসলামের জন্য সতেজ ও আরো উর্বর হয়। তাতে কলেমার পতাকা শক্ত হাতে দৃঢ় ভাবে পুতে দিতে পারবে অক্লেশেই ইনশাআল্লাহ। “
গত বুধবার যখন কারাগারে স্বামীর সঙ্গে দেখা করেন কাসেম পত্নী তখন মীর কাসেম আলী তার স্ত্রীকে এ কথা জানান।
Reactions

Post a Comment

0 Comments