Ticker

6/recent/ticker-posts

Present এবং Past continous tense এর ব্যবহার

 Present এবং Past continuous tense এর ব্যবহার

এই অধ্যায়ে আমরা আলোচনা করব Present continuous tense নিয়ে এবং একই সঙ্গে আলেচিত হবে Past এ continuous tense নিয়ে।

কোন কাজ বর্তমানে চলছে বুঝালে Present continuous tense হয়। কাজটা শেষ না হয়ে Continuous চলছে এরুপ বোঝায়।

এরুপ হলে Verb এর সঙ্গে ing যোগ হয়, তার পূর্বে am, is, are বসে। Past Continuous tense এ একই ভাবে Present এর স্থলে Past form হয়। অতীতে কোন কাজ চলছিল বুঝায়। একই ভাবে Verb এর সঙ্গে ing যুক্ত হয়, এর পূর্বে Subject অনুযায়ী was বা were বসে।

১) মেঘ গর্জন করছে। মেঘ গর্জন করছিল। The clouds are thundering. The clouds were thundering.
(দা ক্লাউড্স আর থানডারিং) (দা ক্লাউডস ওয়্যার থানডারিং)
১) বৃষ্টি হচ্ছে কি? বৃষ্টি হচ্ছিল কি? Is it raining? Was it raining? (ইজ ইট রেইনিং?) (ওয়াজ ইট রেইনিং?)
১) ভিক্ষুকটি শীতে কাঁপছে ভিক্ষুকটি শীতে কাঁপছিল। The begger is shivering with cold. The begger was shivering with cold. (দা বেগার ইজ শিভারিং উইদ কোল্ড) (দা বেগার ওয়াজ শিভারিং উইদ কোল্ড)
১) তারা আমার জন্য অপেক্ষা করছে। তারা আমার জন্য অপেক্ষা করছিল They are waiting for me. They were waiting for me. (দেই আর ওয়েটিং ফর মি) (দেই ওয়ার ওয়েটিং ফর মি)
১)কেউ দরজায় খট্ খট্ করছে। কেউ দরজায় খট্ খট্ করছিল।
Some one is knocking at the door. Someone was knocking at the door.
(সামওয়ান ইজ নকিং এ্যাট দা ডোর) (সামওয়ান ওয়াজ নকিং এ্যাট দা ডোর)
১) এই পোষাকে তোমাকে খুব ফিট ফাট দেখাচ্ছে । ঐ পোষাকে তোমাকে খুব ফিট ফাট দেখাচ্ছিল।
You are looking very smart in this dress. You were looking very smart in that dress.
(ইউ আর লুকিং ভেরী স্মার্ট ইন দিজ ড্রেস) (ইউ ওয়্যার লুকিং ভেরী স্মার্ট ইন দ্যাট ড্রেস)
১) ঝগড়া চেঁচামেচি করে লাভ কি? ঝগড়া চেঁচামেচি করে লাভ কি ছিল?
What is the use of rangling? What was the use of rangling?
(হোয়াট ইজ দা ইউজ্ অফ র‌্যাংগলিং?) (হোয়াট ওয়াজ দা ইউজ্ অফ র‌্যাংগলিং?)
৮) সে আমার দিকে আসছে। সে আমার দিকে আসছিল।
He is coming towards me. He was coming towards me.
(হি ইজ কার্মিং টুয়ার্ডস মি) (হি ওয়াজ কার্মিং টুয়ার্ডস মি)
৮) ওখানে কি ঘটছে? ওখানে কি ঘটছিল?
What is happening there? What was happening there?
(হোয়াট ইজ হ্যাপেনিং দেয়ার?) (হোয়াট ওয়াজ হ্যাপেনিং দেয়ার?)
৮) আকাশ মেঘযুক্ত, শীঘ্রই বৃষ্টি হবে। আকাশ মেঘযুক্ত ছিল, শীঘ্রই বৃষ্টি হতে যাচ্ছিল।
The sky is cloudy, it is going to rain soon. The sky was cloudy, it was going to rain soon.
(দা স্কাই ইজ ক্লাউডি, ইট ইজ গোয়িং (দা স্কাই ওয়াজ ক্লাউডি, ইট ওয়াজ
গোয়িংটু রেইন সুন) গোয়িংটু রেইন সুন।)
৮) তারা হসপিটালে যাচ্ছে তাদের মাকে দেখতে। তারা হসপিটালে যাচ্ছিল তাদের মাকে দেখতে।
They are going to the hospital to They were going to the
visit their mother. hospital to visit their mother
(দেই আর গোয়িং টু দা হসপিটাল টু দেই ওয়্যার গোয়িং টু দা হসপিটাল
ভিজিট দেয়ার মাদার। টু ভিজিট দেয়ার মাদার।)
৮) সে কি কফি পান করছে? সে কি কফি পান করছিল?
Is he drinking coffee? Was he drinking coffee?
(ইজ হি ড্রিংকিং কফি?) (ওয়াজ হি ড্রিংকিং কফি?)
৮) টেলিফোনটি বাজছে। টেলিফোনটি বাজছিল।
The telephone is ringing. The telephone was ringing.
(দা টেলিফোন ইজ রিংগিং) (দা টেলিফোন ওয়াজ রিংগিং)
৮) সে গিটার বাজাচ্ছে না সে গিটার বাজাচ্ছিল না।
He is not playing the guiter. He was not playing the guiter.
(হি ইজ নট পেইং দা গিটার) (হি ওয়াজ নট পেইং দা গিটার)
৮) সেকি ছবি তুলছে? সেকি ছবি তুলছিল?
Is he taking photos? Was he taking photos?
(ইজ হি টেকিং ফোটোস?) (ওয়াজ হি টেকিং ফোটোস?)
৮) তুমি কি টেলিভিশন দেখছো? তুমি কি টেলিভিশন দেখছিলে?
Are you watching television? Were you watching television?
(আর ইউ ওয়াচিং টেলিভিশন?) (ওয়্যার ইউ ওয়াচিং টেলিভিশন?)
Reactions

Post a Comment

0 Comments