Ticker

6/recent/ticker-posts

মায়ের ঋণ পরিশোধ


ছেলে মাকে বলছে, "মা" তুমি আমার জন্য জীবনে অনেক কষ্ট করেছো ! বলো তোমার কী খেতে মনে চায় ? আমি আজ তোমার ঋণ শোধ করবো ! মা বলছে বাবা তাহলে বাজার থেকে ১টি কলা নিয়ে আসো ! তার পর ছেলে রাতে কলা নিয়ে এলো ! মা বলছে বাবা কলাটি তোমার বুকে উপরে রাখ যখন আমি চাবো তখনি দিও !
.
ছেলে ঘুমিয়ে গেলে পিঠের নিচে পরে কলাটি চ্যাপটা হয়ে যায় ! সকাল বেলা মা এসে কলা চাচ্ছে ! ছেলে বলছে মা রাতে পিঠের নিচে পরে চ্যাপটা হয়ে গেছে ! মা প্রয়োজনে আমি ১ ফানা এনে দিবো ! মা বলছে বাবারে তোমাকে আমি পৌষ মাসের শীতে ডান কাদে
শুয়ায়ছি প্রসাব করে দিয়েছিস ! বাম কাদে শুয়ায়ছি প্রসাব করে দিয়েছিস ! তার পর বুকে শুয়ায়ছি,প্রসাব করে বুক বিঝায়ে দিয়েছিলি ! কই ১দিনের জন্য তো পিঠের নিচে তরে ফালাইনি ! তুই কী করে বলিস মায়ের ঋণ শোধ করে দিবি ?????
পৃথিবীতে কেবল মাত্র বাবা মা তার সন্তানকে স্বার্থহীন ভাবে ভালবাসে !  দুরের লোকের ভালবাসার উদ্দেশ্য কিছু স্বার্থচিন্তা ! উদ্দেশহীন হলেই বুঝা যায় যেন ভালবাসাটা ছিলো বসন্তকালের কোকিল !!! —®
Reactions

Post a Comment

0 Comments