আমরা প্রায় বেশির ভাগ লোকই ইন্টারনেট ব্যবহার করি। সরকারের কাছে প্রতি জিবি ২৬ পয়সায় কেনা ইন্টারনেট যদি ৫২ পয়সা বিক্রি
করা হয়, যে লভ্যাংশ হয় তাকে বলা হয় ১০০% লাভ। প্রতি জিবি ২১৭ টাকা বিক্রি
করায় লভ্যাংশ দাড়ায় ৮৩৫০০% মাত্র। জি, মোবাইল ইন্টারনেটে বেনিয়াদের লভ্যাংশ ৮৩৫০০ পারসেন্ট! পৃথিবীতে এতো লভ্যাংশে ব্যবসার আর কোনো নজির আছে কি?
ভেবে দেখেছেন, প্রতি জিবি ইন্টারনেটের দাম ৫২ পয়সা হলেও কোম্পানীগুলো কেনা
দামের ডাবল পাবে? জনগণের হাজার হাজার কোটি টাকা কিভাবে সিন্ডিকেটের
মাধ্যমে পকেট কাটা হচ্ছে একবার ভেবে দেখুন।
এই জুলুমের বিরুদ্ধে আমাদের কি কিছুই করার নেই? আমরা কি পারি না ঐক্যবদ্ধভাবে এই জুলুমের বিরুদ্ধে দাঁড়াতে?


Dollar to
Taka Converter
0 Comments