Ticker

6/recent/ticker-posts

আসুন জেনে নেই সিলিন্ডারের গ্যাস সম্পর্কে

আপনারা যারা বাসা বাড়িতে বা হোটেলে/ চায়ের দোকানে সিলিন্ডারের গ্যাস ব্যবহার করেন তারা কি কখনো খেয়াল করেছেন আপনার সিলিন্ডারের মেয়াদ আছে কিনা?? 
সচরাচর আমরা যেটা করি সিলিন্ডারের গ্যাস শেষ হয়ে গেলে শূন্য সিলিন্ডার ফেরত দিয়ে নতুন গ্যাস ভর্তি সিলিন্ডার কিনে নিয়ে আসি। সমস্যাটা হচ্ছে আমরা কখনো চেক করে দেখি না এই সিলিন্ডারের কতদিন চাপ নেয়ার ক্ষমতা আছে অর্থ্যাৎ এই সিলিন্ডারটি কতদিন রিফিল যোগ্য বা কতদিন এতে গ্যাস ভরে রাখা যাবে।
আসুন তাহলে দেখি.... একটু খেয়াল করলেই দেখবেন আপনার ব্যবহারকৃত সিলিন্ডারের গায়ে লেখা আছে - A20 অথবা B20 অথবা C20 অথবা D20.
এখানে A,B,C,D দ্বারা মূলত ইংরেজি ১২ মাসকে বুঝানো হয়েছে,
A- জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ।
B- এপ্রিল, মে, জুন।
C- জুলাই, আগষ্ট, সেপ্টেম্বর। 
D- অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর।

আর শেষের 20 হচ্ছে ইংরেজি সাল, অর্থ্যাৎ 20 লেখা থাকলে ২০২০ সাল। 19 লেখা থাকলে ২০১৯ সাল।
তার মানে কোনো গ্যাস সিলিন্ডারের গায়ে যদি B19 লেখা থাকে তার মানে হচ্ছে এর মেয়াদ সর্বচ্চো জুন-২০১৯ সাল পর্যন্ত।
-আশাকরি সবাই চেক করে নিবেন আপনাদের ব্যবহারকৃত সিলিন্ডারটি। আর সিলিন্ডার খালি বা ভর্তি থাকুক না কেনো, সজোরে উপর থেকে না ফেলার চেষ্টা করবেন।
Reactions

Post a Comment

0 Comments