Ticker

6/recent/ticker-posts

মজার ক ভাষা

কাকলী কাকীকে কহিলোঃ কাকী,কুষ্টিয়ায় কাকা কি কি কাজ করেন?
কাকী কহিলোঃ- কখনো কুষ্টিয়ায় করিমের কুটিরে কাজ করেন। কখনো কলম ও কালির কাঁচামাল কিনেন। কখনো কিতাব কেন্দ্রে কাজ করেন। কখনো কুলির কাজ করেন। কখনো কলার কাঁদি কিনেন। কখনো কাঠ কেটে কাঠমিস্ত্রীর কাজ করেন। কখনো কয়লার, কখনো কলের, কখনো কারিগরি কারখানায় কাজ করেন। কখনো কোন কিছু করেননা।
.কাকলি কহিলোঃ- কাকী কিছু কাজের কথা কহেন।
.
কাকী কহিলোঃ- কথা কহিও কম কম। কস্মিনকালেও কাউকে কোন কটু কথা কহিওনা। কখনো কপাল কুঞ্চিত করিয়া কথা কহিওনা। কোকিল কন্ঠে কথা
কহিও।
Reactions

Post a Comment

0 Comments