লালমনিরহাট সদরের আনোয়ার সিমেন্ট শীট কোম্পানীর মার্কেটিংরা বাটপার, চিটার। আমার সাথে চিটিংবাজ করছে। আমাকে বলছে আনোয়ার শীট দিয়ে ঘর করলে মিলাদের জন্য টাকা দেওয়া হবে। শীটের গ্যারান্টি 10 বছর। আমি বলছিলাম আমার এক আত্মীয় 12 বছরের গ্যারান্টিতে শীট নিয়েছে সেটিও আনোয়ার শীট । সে বলছে আমাকেও সে 12 বছরের গ্যারান্টি দিবে। ঘর করেছি ডিসেম্বরের 15 তারিখে মিলাদ দিয়েছি ফেব্রুয়ারীর 6 তারিখে আজও তার দেখা পেলাম না। পেলাম না তার শীটের গ্যারান্টি কার্ড। তাই এর বিকল্প হিসেবে আমি ব্লগে পোষ্ট করতে চাই। যাতে তাদের প্রলোভনে পড়ে আর কেউ প্রতারিত না হয়।

Dollar to
Taka Converter
0 Comments