Ticker

6/recent/ticker-posts

বাবার প্রতি ভালবাসা

এই ছবিটি দেখার পর আপনাদের মনে নানা রকম বিচার, চিন্তা ভাবনা জাগরিত হতে পারে। কিন্তু এই ছবির সত্যতাটা জানলে আর ভাবলে আপনার চোখে জল আসবে।.... 

এই ছবিটি ইউরোপের এক চিত্রশিল্পী "মুরলি" এর চিত্রায়ন করা। ইউরোপের এক দেশে একসময় একটি লোকের না খেয়ে মরার শাস্তি মিললো। ঐ ব্যক্তিকে একটি জেলে বন্দি করে রাখা হলো। আর শাস্তিটা ছিল এমন যে যতদিন না ওনার মৃত্যু হয় ততদিন ওনাকে কোনো কিছু না খেয়েই থাকতে হবে। এমত অবস্থায় উনার কন্যা উনার সাথে প্রতিদিন দেখা করার জন্য সরকারের কাছে অনুরোধ করে অনুমতি পেলেন। এবং প্রতিদিন দেখা করার আগে উনাকে ভালো করে পরীক্ষা করে নেওয়া হতো যাতে উনি উনার বাবার জন্য কোনো রকমের খাবার জিনিসপত্র নিয়ে প্রবেশ করতে না পারেন। কিন্তু বাবার এহেন অবস্থা মেয়েটি প্রতিদিন আর দেখতে পারছিলেন না। তাই নিজের বাবাকে বাঁচানোর জন্য নিরুপায় হয়ে নিজের বুকের দুধ পান করাতে থাকেন। আর এদিকে যখন কিছুদিন যাবার পরও ঐ লোকটির মৃত্যু হলোনা তখন প্রহরীদের সন্দেহ হয় এবং বাবাকে নিজের দুধ খাওয়ানো অবস্থায় মেয়েটিকে ধরে ফেলে। এই বিষয়ের উপর আবার মামলা মোকদ্দমা হয়। তখন সরকার আইন কানুনের জায়গা থেকে সরে ভাবনার জায়গা থেকে এই বিষয়ের বিচার করে রায় দেন। দুজনকেই মুক্তি দেওয়া হয়। এই ছবিটি ইউরোপের সব থেকে দামী ছবি। নারী যেই রূপেই হোকনা কেনো,তা হোক সে "মা", তা হোক সে "স্ত্রী", তা হোক সে "বোন" আর তা সে "মেয়ে"ই হোক প্রতিটি রূপেই এরা বাৎসল্য, ত্যাগ আর মমতার মুরতী। এদের সম্মান করুণ। আর নারীদের কাছে অনুরোধ আপনারা আপনাদের এই সৌন্দর্য্য কে অক্ষুণ্ণ রাখুন। আপনারা স্থানভেদে অনেক মূল্যবান।
Reactions

Post a Comment

0 Comments