Ticker

6/recent/ticker-posts

নতুন নম্বর সিরিজের জন্য বাংলালিংকের আবেদন


জাতীয় নম্বর পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশে মোবাইল ফোন অপারেটরদের নম্বর সিরিজ ০১ দিয়ে শুরু হয়। এর মধ্যে সিটিসেল ০১১, টেলিটক ০১৫, এয়ারটেল ০১৬, গ্রামীণফোন ০১৭, রবি ০১৮ ও বাংলালিংক ০১৯ নম্বর সিরিজ ব্যবহার করে। এর বাইরে বর্তমানে ০১০, ০১২, ০১৩ ও ০১৪ নম্বর সিরিজ অব্যবহৃত আছে। তবে ০১৭ সিরিজ শেষ হয়ে আসায় বিটিআরসির সর্বশেষ কমিশন বৈঠকে গ্রামীণফোনকে ০১৩ নম্বর সিরিজ ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে।


নতুন সিরিজের পক্ষে বাংলালিংকের চিঠিতে বলা হয়েছে, রবি-এয়ারটেল একীভূত হলে তারা রবির ০১৮ ও এয়ারটেলের ০১৬ দুটি কোডই ব্যবহার করতে পারবে। গ্রামীণফোনও নতুন আরেকটি সিরিজ ব্যবহারের অনুমতি পেয়েছে। গ্রাহকসংখ্যায় বর্তমানে দ্বিতীয় স্থানে থাকা বাংলালিংকের শুধু একটি সিরিজ থাকলে তা বাজার প্রতিযোগিতার জন্য ভারসাম্যপূর্ণ হবে না। গ্রাহকদের আকৃষ্ট করতে ভালো নম্বর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।



প্রসঙ্গত, এর আগে গত ২১ আগস্ট দেশে প্রথমবারের মতো গ্রামীণফোনকে দুটি সিরিজের নম্বর ব্যবহারের অনুমোদন দেয় বিটিআরসি। গত বছরের শুরুর দিকে অপারেটরটি নতুন সিরিজের জন্য বিটিআরসিতে আবেদন করেছিল যেখানে ০১২ সিরিজের প্রতি আগ্রহ দেখায় তারা। তবে তাদেরকে শেষ পর্যন্ত ০১৩ সিরিজ দেয়া হয়।



আরএম/বিএ/এমএস
Reactions

Post a Comment

0 Comments