অনলাইন ডেস্ক: দুবাইয়ের স্যালুনগুলোতে জনপ্রিয় হয়ে উঠেছে উকুন থেরাপি। এ থেরাপিতে বন্ধ হবে চুলপড়া। আর এতেই জমজমাট হয়ে উঠেছে উকুন ব্যবসা।
মাথার উকুন মারার জন্য যারা এতদিন পয়সা খরচ করেছেন তাদের জন্য সংবাদটা আফসোসের। কারণ দুবাইতে ধুমছে বিক্রি হচ্ছে উকুন। তাও স্বল্প মূল্যে নয়, এক উকুনের মূল্য ১৪ দিরহাম। বাংলাদেশি টাকায় যার মূল্য ৩০০ টাকার উপরে। তবে এ ব্যবসার বিরুদ্ধে দাঁড়িয়েছে মিউনিসিপ্যালটি কর্তৃপক্ষ। করা হয়েছে জরিমানার বিধান।
সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, মাথার উকুন চুল ও শরীর স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। ডাক্তাররা জানান, এতে চুল পড়ার সম্ভাবনা থাকে কম। চুল মজবুত থাকে এবং শরীর স্বাস্থ্যবান রাখে। এ খবরের ভিত্তিতেই দুবাইতে উকুনের কদর বেড়েছে। নারীরাও তাদের মাথায় উকুনের যত্ন নিচ্ছেন।
Dollar to
Taka Converter
0 Comments