Ticker

6/recent/ticker-posts

নারীর সম্মান

 নারীর সম্মান দিয়েছে একমাত্র ইসলাম ধর্ম।

কানাডায় প্রতি সপ্তাহে একদম উলঙ্গ হয়ে একজন নারী হাজারো পুরুষের সামনে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকে। আর পুরুষরা তার যৌবনের প্রশংসা করে। এতে সে অনেক ডলার ইনকাম করে।
দাড়ি শেইভ করার ক্রিমের বিজ্ঞাপনেও এখন নারীকে ব্যবহার করা হয়।
যেকোন প্রোগ্রামের উদ্বোধনীতেও অশ্লিল ভঙ্গিমায় কিছু ভাড়াটে নারী তাদের যৌনতা দেখায়।
এবার আপনি বলুন!
এগুলোতে কি নারীর সম্মান বৃদ্ধি পাচ্ছে??
আইয়ামে জাহিলিয়্যাতে নারীদের দুই পা'কে দুটি ঘোড়ায় বেঁধে দুইদিকে ছেড়ে দেয়া হতো।
আর নারীর দেহটি দ্বিখন্ডিত হয়ে যেত মুহুর্তেই। কোন কন্যা সন্তান জন্ম নিলে তাকে জীবন্ত কবর দেয়া হতো।
ইহুদী ধর্মঃ নারীদের গুণের চেয়ে পুরুষদের দোষও ভাল।
খ্রিষ্ট ধর্মঃ নারীরা নরকের দ্বার।
বৌদ্ধ ধর্মঃ সকল পাপের মূলে নারী।
হিন্দু ধর্মঃ নারীদের কোন উত্তরাধিকার নেই।
গ্রিস ধর্মঃ নারীরা শয়তানের প্রতিভূ।
ইসলাম ধর্মঃ মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত।
গর্ত থেকে তুলে মা, মেয়ে, স্ত্রীর মর্যাদা ইসলাম দিয়েছে তোমাদের। সম্পদে বা অন্য কোন ক্ষেত্রে নারীদের বিন্দুমাত্র অধিকার ছিলনা।
কিন্তু রাসূল (সা) তাদের পদতলে জান্নাতের টিকিট দিয়েছেন। বিবাহের জন্য মোহর বাধ্যতামূলক করেছেন। পিতার চেয়ে মাতার অধিকার তিন গুণ বাড়িয়েছেন। সম্পদে তাদের ভাগ দিয়েছেন।
এখনো হিন্দু ধর্মে নারীদের কোন সম্পদের অধিকার নেই। তবুও ইসলামে নাকি নারীদের অধিকার নেই।
হে নারী! তুমি তোমার অধিকার জেনে নাও। জেনে রাখ! পর্দাতেই তোমার সম্মান ও মর্যাদা রয়েছে ; অশ্লীল দেহ প্রদর্শনীতে নয়। তোমার ইজ্জাত-আভ্রুর হেফাজত করার দায়িত্ব তোমারই।
Reactions

Post a Comment

0 Comments