- যদি বউটা বলে "একটু আসো তো একা একা রান্না করতে পারছিনা, তাহলে ভেবোনা সে তোমাকে খাটাতে চাচ্ছে!
-: সে চায় 'তুমি তাকে পেছন থেকে জড়িয়ে ধরো'।
- যদি বউটা বলে "কই গো! একা একা শাড়ী পরা যায়.? একটু আসো, তাহলে শুয়ে থেকোনা।
-: সে চায় 'শাড়ীর কুচি ধরে নাভী ঘেঁষে তোমার নিজ হাতে শাড়ীটা পরিয়ে দাও'।
- যদি বউটা বলে "এত দেরি করে বাড়ী ফিরেছো কেন?" তাহলে ভেবোনা সে তোমকে সন্দেহ করছে।
-: সে চায় 'অনেকটা সময় তোমার সাথে থাকতে'।
- যদি বউটা বলে "আজ তোমাকে ঘুমাতে দেবোনা" তাহলে মনে করোনা সে তোমাকে সহ্য করতে পারেনা।
-: সে চায় 'আজ রাতে গোছালো বিছানাটা এলোমেলো হোক দুজনের দুষ্টুমিতে'। আর কী করে বুঝাবো? আসল কথা হলো
"কেউ পায়না আর কেউ খায়না" ভালবাসুন আপনার বউকে! মনে রাখবেন সে শুধু আপনার স্ত্রী নয়,
আপনার বন্ধুও!!
আপনার বন্ধুও!!

Dollar to
Taka Converter
0 Comments